চট্টগ্রামে গৃহবধূর গায়ে পেট্রোল ঢেলে আগুনে ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
শুক্রবার রাতে রাঙ্গুনিয়ার গোয়ালপুরা গ্রামে এ ঘটনা ঘটে। দগ্ধ ইয়াছমিন আকতার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
তার পরিবারের দাবি, যৌতুকের দাবিতে ইয়াছমিনকে প্রায়ই নির্যাতন করত স্বামী রাছেল। বৃহস্পতিবার রাতে স্বাভাবিক ঘুমাতে যায় তারা। তাদের মাঝে এদিনও পারিবারিক কলহে কথাকাটাকাটি হয়। ভোরে স্বামী সলিমুল্লাহ পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ঘটনার পর স্বামী সলিমুল্লাহকে আটক করেছে পুলিশ। সলিমুল্লাহ সন্দ্বীপপাড়ার মৃত মো. শফিকুল ইসলামের ছেলে। ইয়াছমিন আকতার উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের নবগ্রাম এলাকার হারুনুর রশিদের মেয়ে। প্রায় আট বছর আগে তাদের বিয়ে হয়। তাদের সংসারে পাঁচ বছরের একটা ছেলে সন্তান রয়েছে।