Channel-5

শিশু মাথায় আঘাত পেলে যা করতে হবে


Published: 2016-12-06 11:57:09 BdST, Updated: 2020-01-29 12:13:23 BdST

অনেক সময় শিশুরা খেলতে গিয়ে উপর থেকে পড়ে গিয়ে শিশুদের মাথায় আঘাতের ঘটনা ঘটে। মাথার আঘাত পাওয়া বলতে গেলে আমরা সাধারণত মাথার ভেতরে মস্তিষ্কে আঘাত পাওয়াকে বুঝে থাকি।মাথায় আঘাত কতটা গুরুতর সেটা বুঝতে হলে রোগীকে ভালোভাবে নিরীক্ষণ করতে হবে।

 

তখন শিশু আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে অজ্ঞান না হয়ে যায়, জ্ঞান থাকে এবং ঘণ্টাখানেকের মধ্যে বমি না করে, তাহলে ভয় পাওয়ার মতো কোনো বিষয় নয়। মুখে কিছু খেতে দেয়া যাবে না।তবে যদি দেখা যায় যে আঘাতের পর বমি, অতিরিক্ত ঘুম ঘুম ভাব, প্রচণ্ড মাথাব্যথা ইত্যাদি উপসর্গ থাকলে হাসপাতাল বা চিকিৎসকের সাহায্য নিতে হবে। এ রকম সমস্যা দেখা গেলে সাধারণত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

 

এমন হলে অবশ্যই রোগীকে যত দ্রুত সম্ভব উন্নত এমন কোনো হাসপাতালে নিয়ে যেতে হবে যেখানে ব্রেইনের সিটি স্ক্যান বা এমআরআই করার সুযোগ আছে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চ্যানেল ফাইভ মিডিয়া


যোগাযোগ: নাগিনা ভবন,৩নং,মায়াকানন,সবুজবাগ,ঢাকা 01939317389 পরীক্ষামূলক সম্প্রচার

Developed by: EASTERN IT